Job Reference
কানাডায় চাকুরী পেতে রেফারেন্স
———————————
কানাডায় বেশিরভাগ চাকুরী হয় নেটওয়ার্কের মাধ্যমে। এই নেটওয়ার্কটা মুলত রেফারেন্স। বলা হয় দু’জন ভাল রেফারেন্স থাকলে চাকুরী পেতে সমস্যা হয় না। শুধু দরকার প্রয়োজনীয় যোগ্যতা আর কাজ করার সক্ষমতা।
রেফারেন্স তিন ধরনের হয়। ওয়ার্ক, একাডেমিক ও কারেক্টার রেফারেন্স। কানাডায় আমার সব চাকুরীই হয়েছে ওয়ার্ক রেফারেন্সের মাধ্যমে। আবার আমার রেফারেন্সে চাকুরী হয়েছে বেশ কয়েকজনের যাঁরা আমার পরিচিত। বর্তমান অথবা আগের কর্মস্থলের সুপারভাইজার, কলিগরা মুলত ওয়ার্ক রেফারেন্স। বেশিরভাগ নিয়োগকর্তা ওয়ার্ক রেফারেন্স চায়। আপনি যদি নিউকামার হয়ে থাকেন, তবে বাংলাদেশে কর্মস্থলের একজন রেফারেন্স দিতে পারেন। মনে রাখবেন, যিনি রেফারেন্স হবেন তিনি যেন আপনার সম্পর্কে ভাল বলেন। ইংরেজীতে কথা বলায় ভাল পারদর্শী হন।
আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন সেখানের শিক্ষক একাডেমিক রেফারেন্স। আর কারেক্টার রেফারেন্স আপনার বন্ধু-বান্ধব, বাড়ীওয়ালা এমনকী ক্লায়েন্ট, যে আপনার সম্পর্কে ভাল বলতে পারবে। যে বা যাঁরা আপনার রেফারেন্স হবেন, সব সময় তাঁদের সাথে ভাল সম্পর্ক রাখবেন। প্রয়োজনে রেজ্যুমে পাঠিয়ে দেবেন।
আরেকটা কথা, রেজ্যুমেতে রেফারেন্স উল্লেখ করবেন না। ইন্টারভিউতে যাবার সময় সাথে রেফারেন্স নিয়ে যাবেন। যাঁকে রেফারেন্স দেবেন তাঁকে জানিয়ে রাখবেন। কমিউনিটি সংগঠনগুলোতে স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে রেফারেন্স বাড়ানো যায়। আপনাদের চাকুরী বা রেফারেন্স এর প্রয়োজন হলে নির্দ্বিদায় আমার সাথে যোগাযোগ করতে পারেন 416.691.7407 Ext: 208। কানাডায় সবার স্বপ্ন সফল হোক এই প্রার্থনা করি। পোস্টটা অন্যের উপকার হবে মনে করলে শেয়ার করবেন।
Job Reference
———————-
As part of the job search process, you may be asked to provide the names of people whom a potential employer can contact to find out more about you. It is a good idea to choose people who can speak or write favourably about you and your work. This will improve your chances of getting the job. References are people who can talk about your work experience, work habits, character, and skills. You should choose your references carefully.
Many employers prefer work references. If your work references are all from another country, you might include at least one on your list as long as they speak English fluently, are accessible through email or Skype, and have some understanding of the position you are applying for. If possible, you should choose someone who has supervised you professionally or who has worked closely with you. Other references could include someone who is aware of your work habits or skills through your volunteer or community work.
Academic references are also acceptable and may even be preferable, depending on the situation. If you have been to school recently in Canada, consider asking your teacher to be a reference for you, particularly if you think they can speak positively about your skills and character. Character references can substitute for work references if there are no other alternatives. They can be friends, a landlord, clients or anyone who can speak to your good personal qualities such as your honesty, dependability, good nature, etc. I
Once you have good references, you should try to keep in touch with them frequently. Let them know how your job search is going and thank them for their efforts.
You should ask someone if they will be a reference for you before you give their name to a potential employer. If they agree, let them know what job you are applying for, how you are qualified and give them a copy of your résumé. If you have been asked to bring references to an interview, take them on a separate sheet of paper and indicate if they are work, character, or academic references. If references are required after the interview, let them know that you will email this list to them. Emailing allows you time to choose your references based on the information you now have about the position. If you need any help with your job search or reference. Please don’t hesitate to contact me at 416.691.7407 Ext: 208. My prayers for everybody’s success in Canada.