How To Get NGO Jobs In Canada

কানাডায় কিভাবে এনজিওতে চাকুরী পাবেন
——————————————-
কানাডায় এনজিও’র সংখ্যা প্রায় এক লাখ সত্তর হাজার। এইচ আর কাউন্সিল এর মতে বর্তমানে কানাডার ৬৯ হাজার এনজিতে বেতনভুক্ত কর্মীর সংখ্যা প্রায় ১২ লাখ। তবে এ খাতে চাকুরীর সুযোগ বাড়ছে ক্রমাগত। মুলত স্বাস্থ্য, সমাজসেবা, বিনোধন, শিক্ষা, হাউজিংসহ আরও বিভিন্ন কাজকর্ম নিয়েই কানাডার বেসরকারি এনজিওগুলোর কার্যক্রম।

কিন্তু কথা হচ্ছে কানাডায় কিভাবে চাকুরী পাবেন এনজিওতে। আসুন সেটাই জানার চেষ্টা করি। এনজিওতে চাকুরী পাওয়ার জন্য প্রথমত যা দরকার সেটা হচ্ছে মানুষকে সেবা করার মানসিকতা। দ্বিতীয়ত কোন সেক্টরে কাজ করবেন তা মনস্থির করা। যেমন, স্বাস্থ্য, সেটেলমেন্ট, এমপ্লযমেন্ট, শিশু ও পরিবার, ইয়ূথ, সিনিয়র হাউজিং আরও অনেকগুলো সেক্টর আছে। আপনার শিক্ষা, অভিজ্ঞতা এবং আগ্রহ অনুযায়ী কাদের নিয়ে কাজ করবেন তা ঠিক করতে হবে। এসব এনজিওগুলোর ডেটাবেজ পাবেন ২১১ ওয়েবসাইটে। অর্থ্যাৎ আপনি যদি টরন্টো থকেন তাহলেhttp://www.211toronto.ca/
ওন্টারিও হলে ২১১ওন্টারিওডটসিএ। আর বেশিরভাগ জব পোস্টিংগুলো পাবেনhttps://charityvillage.com এ।
জব পোস্টিং দেখে কাজের ধরন বুঝে নিতে পারবেন। এনজিওগুলোর ওয়েবসাইট ভিজিট করে একটা ধারনা নিতে পারেন। মনে রাখবেন, এনজিওতে কাজ করতে হলে, ইংরেজী ভাষাগত দক্ষতা দরকার।
এনজিওতে চাকুরী পেতে সবচেয়ে বেশি যেটা দরকার তা হচ্ছে নেটওয়ার্ক। লিংকডইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক বাড়াতে পারেন। যে সেক্টরে আপনি কাজ করতে সে সেক্টরে কর্মরতদের সাথে ইনফরমেশনাল ইন্টারভিউর জন্য অনুরোধ করতে পারেন।
কানাডার এনজিওতে কিভাবে চাকুরী পাওয়া যাবে, এসম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন বায়েস আয়োজিত আগামী শনিবারের (১০ মার্চ) কর্মশালায়। এটি অনুষ্ঠিত হবে বেলা দুইটায় টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থস্থ এক্সেস পয়েন্টে। এতে উপস্থিত থাকবেন বায়েসের চেয়ারপারসন Golam Mostafa. বায়েসের পরিচালনা পর্ষদের পরিচালক ও উডগ্রীন এমপ্লয়মেন্ট সার্ভিসেসর ম্যানেজার Qazi Hasan এক্সেস এলায়েন্সের ম্যানেজার Akm Alamgir, রিকানেক্ট কমিউনিটি সার্ভিসেসের কেইস ম্যানেজার BZaman Mukul, ও Mostafa Kamal, পেড্রিয়াটিক স্লিপ রিসার্চ ইনক এর Nazrana Khadija Haq Liuba প্রমুখ। সাথে থাকবো আমিও।